গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাস্থ কাদালিয়া খাল এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ শরীফ উদ্দিন মুনা (২৫), পিতা- মোঃ দেলোয়ার মিয়া,পূর্ব পাইকপাড়া, নাদিম আহমেদ নাদিম নুর (২৪), পিতা- আব্দুল নুর, খৈয়াসার পশ্চিম পাইকপাড়া এবং মোঃ নাদিম মিয়া (২৫), পিতা- ফারুক মিয়া, ফুলবাড়িয়া, উভয়- সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার।পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।