জবিতে “ক্যারিয়ার টক উইট কর্পোরেট এক্সপার্ট” অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর “মার্কেটিং ক্লাব” কর্তৃক আয়োজিত “ক্যারিয়ার টক উইথ কর্পোরেট এক্সপার্ট” প্যানেল ডিসকাশন এ উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের স্বনামধন্য কিছু ব্যক্তিত্ব। মার্কেটিং বিভাগ এর শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল,২০২৫) মার্কেটিং বিভাগ এ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও সম্মানিত ট্রেজারার ড. সাবিনা শারমিন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানটি তে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর প্রক্টর মহোদয় ড. তাজাম্মুল হক ও সহকারী প্রক্টরবৃন্দ এবং মার্কেটিং ক্লাব এর মডারেটর মাহাদি হাসান জুয়েল, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর. ড. ইমরানুল হক ও মার্কেটিং বিভাগের অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।প্যানেল আলোচনার মডারেটর হিসাবে ছিলেন মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আনিসুল ইসলাম, বর্তমানে তিনি প্রমোশন ও ক্যাম্পেইন ব্যবস্থাপনা ম্যানেজার হিসাবে এসিআই লজিস্টিকস লিমিটেড এ কর্মরত। উক্ত আলোচনায় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম, (এরিয়া সেলস ম্যানেজার, ট্রান্সকম ব্যভারেজ লি.), মোহাম্মদ তারেক আজিজ (এসিস্ট্যান্ট ম্যানেজার – সেলস, কোকা-কোলা বাংলাদেশ ব্যভারেজ লি), মুহাম্মদ নাসিম শাহরিয়ার (ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার- বার্জার পেইন্টস লি), জি.এম সাফায়েত হোসেইন (সিনিয়র এক্সসিকিউটিভ, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি), আতিকুর রহমান রিয়াদ (সেলস ম্যানেজার, পারফেটি ভেন মেল, বাংলাদেশ লি), মুহাম্মদ হাসানুল হক (সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার, রেককিট বেঙ্কিসের)।মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, “আমি মন থেকে এই স্বপ্নই দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জব মার্কেটে একটা ব্র‍্যান্ড হবে। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি রানিং থাকা অবস্থায় বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের মার্কেটের জন্য প্রস্তুত করতে। ইন শাহ আল্লাহ সেই অনুযায়ী যতটুকু সম্ভব করার চেষ্টা করছি৷ ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জব মার্কেটে একটি ব্রান্ড হবে। উক্ত ক্লাবের সভাপতি বলেন, মার্কেটিং বিভাগের সাথে সাথে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে সব বিভাগের জন্য উন্মুক্ত করে সামনে আরো বড় চিন্তা করছি। সকলের সাপোর্ট পেলে ইন শাহ আল্লাহ খুব শীগ্রই বড় কিছু নিয়ে আসবো।”