দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল-২০২৫) দিনাজপুর বড় ময়দান এবং শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম।

ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন, বিরল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাদৎ হোসেন প্রমুখ।

দিনাজপুর জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।