নতুন সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে জমিয়াতে উলামা হিন্দের ডাকে প্রতিবাদ সভা জয়নগরে

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি কামালিয়া হাই মাদ্রাসার মাঠেতে। তিলপি ব্লক জমিয়াত উলামায়ে হিন্দের উদ্যোগে । কেন্দ্রীয় সরকারের নতুন সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন রবিবার। এদিনের প্রতিবাদ সবার থেকে বলেন আলি আকবর লস্কর, এই আইন কার্যকর হলে মুসলিম সমাজ তাদের, কবরস্থান, ঈদগা, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় সম্পত্তি পরিচালনার অধিকার হারাবে মুসলিমরা। এ আইন বাতিল না হওয়া পর্যন্ত। এই আন্দোলন আগামী দিনে আমরা চালিয়ে যাব।অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে।এই আইন সংবিধান-বিরোধী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়-এ অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত কেন্দ্র সরকারের।’ এদিনের প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, এই আইন কার্যকর হলে মুসলিম সমাজ তাদের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় সম্পত্তি পরিচালনার অধিকার হারাবে। অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তিলপি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মজিবার রহমান মন্ডল,জনাব মাওলানা মিফতাহুল ইসলাম,মাওলানা হুসাইন, শিক্ষক দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট হাফিজুর রহমান, মাওলানা জালাল উদ্দিন সহ প্রমুখ।