পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সোমবার ১১ টারদিকে খুলনা পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয়রা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাকিব, দেলোয়ার হোসেনসহ স্থানীয় একাধিক ব্যবসায়ীও স্থানীয় জনতা।

বক্তরা বলেন, আমাদের বিদ্যুৎ বিল একমাসের সাথে অন্য মাসের কোন মিল থাকে না ইচ্ছে মতো বিল তৈরি করে। তারপর নানা ধরনের চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আরও কতগুলো চার্জ যে গুলো আমারা বুঝিও না। আমরা টাকা দিয়ে মিটার ক্রয় করে সেই মিটার ভাড়া কেন দিব।আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই ভুতুড়ে বিল থেকে মুক্তি পেতে চাই।

তারা আরও বলেন, আমরা নিজের টাকায় প্রিপেইড মিটার কিনে সংযোগ নিয়েছি, অথচ সেই মিটারের ভাড়াও দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। ভুতুড়ে বিল এবং অতিরিক্ত চার্জ থেকে মুক্তি চেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু সমাধান দাবি করেন তারা।

সময় ক্ষুব্ধ গ্রাহকরা জানান,পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলমান, কিন্তু কোনো সুরাহা হয়নি। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ডেপুটি জেনারেল ম্যানেজার(অ:দা:) প্রকৌশলী মোঃ রবিউল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বলেন, মিটারে যে রিডিং হয় সেই অনুযায়ী বিল তৈরি করা হয়। গরমকাল আসছে অনেকেই বেশি বিদ্যুৎ ব্যবহার করে যার কারণে বেশি বিল হয়।