বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক দৈনিক কক্সবাজার ৭১–এর বার্তা সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত

সাংবাদিকতায় অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ, কক্সবাজার জেলার প্রথিতযশা সাংবাদিক আব্দুর রাজ্জাক দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল পত্রিকা কর্তৃপক্ষ এ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন ই-টেন টিভি প্রাইম–এর কক্সবাজার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক বাংলাদেশ সমাচার, দি ডেইলি বাংলাদেশ ডায়েরি এবং চাটগাঁর সংবাদ–এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার। তার নিঃস্বার্থ পরিশ্রম ও দায়িত্বশীল প্রতিবেদনের কারণে ইতোমধ্যেই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে আব্দুর রাজ্জাক বলেন, “এটি আমার জন্য একটি বড় সম্মান এবং দায়িত্ব। আমি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতা পেশার মর্যাদা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করে বিভিন্ন গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধু-স্বজনরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।