চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাকে সদরঘাট থানা পুলিশ গ্রেফতার করা হয়। বুধবার (২৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
গ্রেফতার হওয়া মো. জসিম উদ্দিন সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার মৃত এরশাদ আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড় পর্যন্ত চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলা চালানো হয়। ওই হামলায় জসিমের জড়িত থাকার অভিযোগ উঠে।
পুলিশ জানায়, ৫ আগস্টের ওই ঘটনার পর বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এই মামলার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শুধু সদরঘাটের বিস্ফোরক আইনের মামলাই নয়, মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় আরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলা রাজনৈতিক সহিংসতা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়েছিল।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, জসিম উদ্দিন সোনাকানিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের একটি শক্তিশালী গ্রুপের সক্রিয় নেতা ছিলেন। তবে সম্প্রতি রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে দ্বন্দ্ব এবং ইউনিয়নের অভ্যন্তরীণ কোন্দল তাকে চাপে ফেলে দেয়।