সকালের স্বস্তি ম্লান মধ্যাহ্নভোজের টেবিলে বসার আগেই

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। সাবধানী শুরু করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর স্বস্তি ম্লান করে সাজঘরের পথে হাঁটা দিয়েছেন দুজনেই। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

এদিন দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান। আউট হয়েছেন ১২ রানে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও বোলিংয়ে এসে ঝলক দেখিয়েছেন নিয়াউচি। সাজঘরে ফিরেছেন জয়কে। এই ব্যাটার সাজঘরে ফেরেন ১৪ রান করে। তাতে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

উইকেটে এখন শুরুর ধাক্কা সামাল দিতে লড়াই করছে দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটারের শুরুর বিপর্যয় কাটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এর আগে, সিলেটে প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ তুলনামূলক কিছুটা খর্বশক্তির হলেও কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে নামজুল শান্তর দল।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ আহমেদ।