তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল, শুক্রবার আরও বেড়েছে ভিড়
আজ শুক্রবার (২ মে) তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল আরও বেড়েছে। দক্ষিণ বঙ্গের অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকতটি এখন সরব ও উৎসবমুখর পর্যটকদের পদচারণায়। মে দিবসের ছুটির পর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ছুটে আসছেন কুয়াকাটায়।ঢাকা, বরিশাল, খুলনাসহ দেশ-বিদেশ এর বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরা পরিবার-পরিজনসহ কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করছেন। আজ শুক্রবার সকাল থেকেই সৈকতে পর্যটকদের উপস্থিতি আরো বেড়েছে। সূর্যোদয়-সূর্যাস্ত, ঝাউবন ও রাখাইন পল্লীর দৃশ্য উপভোগ করতে দেখা গেছে অসংখ্য ভ্রমণপিপাসু মানুষকে।হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, কুয়াকাটার প্রায় ৯০ শতাংশ হোটেল ও রিসোর্টের কক্ষ এরইমধ্যে বুকিং হয়ে গেছে। তবে এখনো কিছু হোটেলে রুম পাওয়া যাচ্ছে, ফলে এখন পর্যন্ত কাউকে ফিরে যেতে হয়নি। নতুন পর্যটকদেরও থাকার জায়গা দেওয়ার চেষ্টা করছে হোটেল কর্তৃপক্ষ।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ, রয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নজরদারি ও লাইফগার্ড টিম মোতায়েন রয়েছে।ব্যবসায়ীরা জানান, ঈদের বেশ কিছুদিন পরপরই মে দিবস ও সাপ্তাহিক ছুটির এই সময়ে কুয়াকাটা পর্যটনে যে গতি এসেছে, তা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিচ-সার্ভিস, ঘোড়ার গাড়ি, খাবারের হোটেল ও নৌকা ভ্রমণ—সবখানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।