বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

বীরগঞ্জে ধান কেটে কৃষকের জমি দখল


বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশ : ৫ মে ২০২৫, ১০:০২ পিএম | প্রিন্ট সংস্করণ |

বীরগঞ্জে ধান কেটে কৃষকের জমি দখল

‎দিনাজপুরের বীরগঞ্জে ধান কেটে কৃষকের জমি জোরপূর্বক দখল করায় বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক। ‎নিজপাড়া ইউনিয়নের নখাপাড়ার মৃত জামাল উদ্দিনের স্ত্রীর অভিযোগ জানা যায়, ২৫ শতাংশ জমি ধান লাগানো ছিল। হঠাৎ করে ১মে সন্ধ্যায় জনৈক সমসের আলীর ছেলে সেলিমের নেতৃত্বে সীমানা বরাবর লম্বা করে ধান কেটে নিজ দখলে নেন। এতে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।


‎ ভুক্তভোগী কৃষক বলেন, আমার স্বামীর জমি আমার নামে কবলা করে নেওয়া হয়েছে। সেলিম জোরপূর্বক দখল করেছে করেছে এবং বাড়িতে এসে হুমকি দিয়েছে। আমার জমি ফিরিয়ে চাই, আমি বয়স্ক মানুষ।


‎ভুক্তভোগীর ছেলে ছাত্তার আলী বলেন, একই দাগে আমাদের দুই ভাইয়ের ২৫ করে ৫০ শতাংশ আছে। আমার ভাইয়ের কাছে সেলিম ভিতর অংশের জমি ক্রয় করে। কিন্তু তিনি আমার মায়ের নামীয় জমি টি জোরপূর্বক দখল করেছেন।

‎অভিযুক্ত মোঃ সেলিম কে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি।‎এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয় টি নিশ্চিত করে বলেন, একটি লিখিত অভিযোগ দিয়েছে। 

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


বীরগঞ্জে ধান কেটে কৃষকের জমি দখল

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৫

featured Image

‎দিনাজপুরের বীরগঞ্জে ধান কেটে কৃষকের জমি জোরপূর্বক দখল করায় বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক। ‎নিজপাড়া ইউনিয়নের নখাপাড়ার মৃত জামাল উদ্দিনের স্ত্রীর অভিযোগ জানা যায়, ২৫ শতাংশ জমি ধান লাগানো ছিল। হঠাৎ করে ১মে সন্ধ্যায় জনৈক সমসের আলীর ছেলে সেলিমের নেতৃত্বে সীমানা বরাবর লম্বা করে ধান কেটে নিজ দখলে নেন। এতে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।


‎ ভুক্তভোগী কৃষক বলেন, আমার স্বামীর জমি আমার নামে কবলা করে নেওয়া হয়েছে। সেলিম জোরপূর্বক দখল করেছে করেছে এবং বাড়িতে এসে হুমকি দিয়েছে। আমার জমি ফিরিয়ে চাই, আমি বয়স্ক মানুষ।


‎ভুক্তভোগীর ছেলে ছাত্তার আলী বলেন, একই দাগে আমাদের দুই ভাইয়ের ২৫ করে ৫০ শতাংশ আছে। আমার ভাইয়ের কাছে সেলিম ভিতর অংশের জমি ক্রয় করে। কিন্তু তিনি আমার মায়ের নামীয় জমি টি জোরপূর্বক দখল করেছেন।

‎অভিযুক্ত মোঃ সেলিম কে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি।‎এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয় টি নিশ্চিত করে বলেন, একটি লিখিত অভিযোগ দিয়েছে। 


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত