বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

টেকনাফে বিজিবির কে-নাইন ডগের তৎপরতায় আটক ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি

বিজিবি'র ‘বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার ভেস্তে গেলো


কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম | প্রিন্ট সংস্করণ |

বিজিবি'র ‘বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার ভেস্তে গেলো

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মরণনেশা ইয়াবা পাচারের একটি চেষ্টাকে সফলভাবে ভণ্ডুল করেছে। ব্যাটালিয়নের মাদক শনাক্তকরণে প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’-এর তৎপরতায় এই অভিযান সফল হয়।শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ১৮:২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ইউরো কোচ (ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) বাস তল্লাশির জন্য থামায়। নিয়মিত তল্লাশির সময় কে-নাইন ডগ ‘বার্লিন’ বাসের এক যাত্রীর শরীরে সন্দেহজনক সংকেত প্রদান করে।‘বার্লিন’-এর ধারাবাহিক সংকেত এবং যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট যাত্রীকে মাদকসহ আটক করা হয়।আটককৃত মাদক কারবারির পরিচয়—নাম: মোঃ সানি হোসেন (৪০)পিতা: আলী হোসেন, মাতা: বেবী বেগম ঠিকানা: গ্রাম ও পোষ্ট– দেশান্তরকাঠি, থানা– বেতাগী, জেলা– বরগুনা।বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।অভিযানে ব্যবহৃত কে-নাইন ডগ ‘বার্লিন’-এর অসাধারণ ভূমিকা বিজিবি সদস্যদের মধ্যে প্রশংসিত হয়েছে। বিজিবির এক কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযানে কে-নাইন ইউনিট আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।”

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


বিজিবি'র ‘বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার ভেস্তে গেলো

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মরণনেশা ইয়াবা পাচারের একটি চেষ্টাকে সফলভাবে ভণ্ডুল করেছে। ব্যাটালিয়নের মাদক শনাক্তকরণে প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’-এর তৎপরতায় এই অভিযান সফল হয়।শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ১৮:২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ইউরো কোচ (ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) বাস তল্লাশির জন্য থামায়। নিয়মিত তল্লাশির সময় কে-নাইন ডগ ‘বার্লিন’ বাসের এক যাত্রীর শরীরে সন্দেহজনক সংকেত প্রদান করে।‘বার্লিন’-এর ধারাবাহিক সংকেত এবং যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট যাত্রীকে মাদকসহ আটক করা হয়।আটককৃত মাদক কারবারির পরিচয়—নাম: মোঃ সানি হোসেন (৪০)পিতা: আলী হোসেন, মাতা: বেবী বেগম ঠিকানা: গ্রাম ও পোষ্ট– দেশান্তরকাঠি, থানা– বেতাগী, জেলা– বরগুনা।বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।অভিযানে ব্যবহৃত কে-নাইন ডগ ‘বার্লিন’-এর অসাধারণ ভূমিকা বিজিবি সদস্যদের মধ্যে প্রশংসিত হয়েছে। বিজিবির এক কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযানে কে-নাইন ইউনিট আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।”


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত