বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
 দৈনিক বাংলাদেশ

বীরগঞ্জে হত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে


গোকুল চন্দ্র রায়
গোকুল চন্দ্র রায়
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম | প্রিন্ট সংস্করণ |

বীরগঞ্জে হত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি। 

দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দীন ও আসাদুল ইসলাম নামীয় দুই শিবির কর্মী হত্যা মামলায় আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম নূর (৫৪), সাবেক ইউপি চেয়ারম্যান এমএ খালেক (৫৬) ও আলহাজ্ব রেজাউল করিম শেখ (৫২)সহ ৬ নেতা জেল হাজতে প্রেরণ করেছে আদালত।। 

রোববার ১২ অক্টোবর বেলা ২.৩০ ঘটিকায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ আদালত  তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃত অন্যরা হলো শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবঃ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (৬২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও যুবলীগ মরিচা ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিউল আজম (৪৫).

বিকেলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম।

সূত্র মতে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় তার দুইপুত্রের হত্যাকারীদের বিরুদ্ধে  মামলা দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। 

উদ্ধার করে তাদের কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যায়।

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 দৈনিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫


বীরগঞ্জে হত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি। 

দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দীন ও আসাদুল ইসলাম নামীয় দুই শিবির কর্মী হত্যা মামলায় আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম নূর (৫৪), সাবেক ইউপি চেয়ারম্যান এমএ খালেক (৫৬) ও আলহাজ্ব রেজাউল করিম শেখ (৫২)সহ ৬ নেতা জেল হাজতে প্রেরণ করেছে আদালত।। 

রোববার ১২ অক্টোবর বেলা ২.৩০ ঘটিকায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ আদালত  তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃত অন্যরা হলো শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবঃ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (৬২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও যুবলীগ মরিচা ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিউল আজম (৪৫).

বিকেলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম।

সূত্র মতে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় তার দুইপুত্রের হত্যাকারীদের বিরুদ্ধে  মামলা দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। 

উদ্ধার করে তাদের কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যায়।

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 দৈনিক বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক : আব্দু শুক্কুর নির্বাহী সম্পাদক: রকসী সিকদার পরিচালনা সম্পাদক : ইকবাল চৌধুরী বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল ফরহাদ
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত