প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
কক্সবাজারের লিংকরোডে ফুটপাত ও সড়ক দখলে দীর্ঘ যানজট
রোমানা আক্তার :
কক্সবাজারের ব্যস্ততম লিংকরোড এখন যানজটের আখড়ায় পরিণত হয়েছে।
বিশেষ করে তেরাস্তা মোড়ের প্রধান সড়ক দখল করে রেখেছে সিএনজি, টমটম,
ত্রি-হুইলার, বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহন। পাশাপাশি ফুটপাতও হকারদের
দখলে চলে যাওয়ায় জনসাধারণের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।বুধবার
(১ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ লাইন ও জনদুর্ভোগে
ভুগছে সাধারণ মানুষ। উখিয়া-টেকনাফে প্রায় ৫ লাখ স্থানীয় ও ১৫ লাখ
রোহিঙ্গাসহ এনজিও-আইএনজিওতে কর্মরত প্রায় পাঁচ হাজার চাকরিজীবীর যাতায়াত এই
সড়ক দিয়েই। ফলে প্রতিদিনই এই লিংকরোডে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।ভুক্তভোগীরা
জানান, কিছুদিন আগে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করলেও আবারও মসজিদ ও অন্যান্য
অজুহাতে ফুটপাত দখল হয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ সিন্ডিকেটের দাপট।
আগে আনোয়ার সিন্ডিকেট থাকলেও বর্তমানে ‘মুহাম্মদ আলী চক্র’ এ এলাকার দখল
নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের মদদেই মহাসড়ক ও ফুটপাত দখল করে
প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।এর ফলে উখিয়া-টেকনাফের
সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে, যার
কারণে একাধিক মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।এ
বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু বলেন, অচিরেই লিংকরোড ও ফুটপাত
দখলমুক্ত করা হবে। ট্রাফিক সেন্ট্রি অফিস না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।
তবে দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত