প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫
কুখ্যাত অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহ গ্রেফতার
কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি :
উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে এন্টি নারকোটিকস টাস্কফোর্সের ঘোষিত শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহ (৩০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।র্যাব-১৫ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এনায়েত উল্লাহকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিল। র্যাব জানায়, এনায়েত উল্লাহ উখিয়া ও টেকনাফ থানাধীন অস্ত্র, মাদক ও অপহরণসহ মোট ৭টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এনায়েত উল্লাহ কুখ্যাত অপহরণকারী সুমন গ্রুপের সক্রিয় সদস্য, যারা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে অস্ত্র ও মাদক কারবার এবং অপহরণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।র্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, এনায়েত উল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত