প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫
ইকোট্যুরিজম কমপ্লেক্সে হামলা ভাংচুর
কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি :
টেকনাফের লম্বুরি সৈকত সংলগ্ন ইকোট্যুরিজম কমপ্লেক্সে দুবৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ১০ ও ১১ অক্টোবর দুই দফা হামলা ভংচুরের ঘটনায় এলাকায় ভিতি ও সন্বস্ত অবস্থা বিরাজ করছে। হামলাকারীরা কমপ্লেক্সের সাইনবোর্ড সিসি ক্যামেরাসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দুবৃত্তরা চাঁদা দাবী করে এবং কমপ্লেক্সে বসবাসকারী মালিকের শিশু কণ্যাকে অপহরণের চেষ্টা করে। কমপ্লেক্সের অক্ষত বাকি সিসি ক্যামেরায় হামলার ঘটনার ভিডিও ধারন রয়েছে। কক্সবাজারে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে সন্ত্রাসি আব্দুল আজিজকে প্রধান আসামি করে মোট ৩ জনকে আসামী করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে গত সেপ্টেম্বর থেকে লম্বুরী সৈকত জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম কর্মশালা চলমান রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে লম্বুরী সৈকত সংলগ্ন পর্যটক ও স্থানীয় জনগনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইকোট্যুরিজম ফেডারেশনের পক্ষ থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সম্ভাবনাময় লম্বুরী সৈকতের পর্যটনবান্ধব পরিবেশ রক্ষার জোর দাবী জানিয়েছেন।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত