প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বাদশা সেকেন্দার ভুট্টো :
বিশ্ব হাত ধোয়া দিবস আজ ১৫ অক্টোবর ২০২৫ বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধ হাত পরিচ্ছন্নতা গুরুত্ব তুলে ধরে ২০০৮ সালে থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য "হাত ধোয়া নায়ক হোক" এই প্রতিপাদ্যকে নীলফামারী ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইমরানুজ্জামান,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ তুহিন হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র্যালীর আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরেই শেষ হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে পরিষদ চত্বরে হাত ধোয়া শিখন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই সময় ইউএনও,স্বাস্থ্য কর্মকর্তা, প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিখন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কপিরাইট © ২০২৫ দৈনিক বাংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত